নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে জায়গা জমির বিরোধের জের ধরে প্রতিপক্ষকে প্রকাশ্যে কিরিচ দিয়ে কুপিয়ে আহত করেছে এক ভণ্ড সাধু।
গতকাল সোমবার ভোরে উপজেলার আহল্লা কড়লডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূর্ষি গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এলাকাবাসী। ঘটনার প্রায় ১০ঘন্টা পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত ব্যক্তিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, স্থানীয় দত্তবাড়ির আশিষ দত্তের সাথে ভণ্ড সাধু সুকুমার দত্তের সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। এনিয়ে আদালতে মামলা মোকদ্দমার পর গত মাসখানেক আগে চুড়ান্ত রায় পান আশিষ দত্ত। পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদকে জানানো হয় গত শনিবার। পরবর্তী সময়ে ওই জমি চাষাবাদের জন্য তৈরি করতে থাকেন আশিষ দত্ত।
বিষয়টি একদম মানতে পারেনি ভণ্ড সাধু সুকুমার। এনিয়ে অনেক দেনদরবারও করেন তিনি। সবস্থানেই ব্যর্থ হয়ে, গতকাল সোমবার ভোর ৬টার দিকে আশিষ দত্ত ও তার স্ত্রীর সাথে ঝাগড়ায় লিপ্ত হন সাধু সুকুমার দত্ত। এর এক পর্যায়ে সুকুমারের হাতে থাকা কিরিচ দিয়ে আশিষ দত্তকে (৫৫) উর্পুযুপরি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় আশিষ দত্তকে রক্ষা করতে গিয়ে আহত হন তার স্ত্রী আন্না দত্ত (৪৫)।
এবিষয়ে আশিষ দত্তের ছেলে যুগল দত্ত আলোকিত বোয়ালখালীকে জানান, জমির রায় আমরা পাওয়ার পর থেকেই আমাদের বিভিন্নভাবে হুমকি দিতে থাকে ভন্ড সাধু সুকুমার দত্ত। সোমবার সকালে পরিকল্পিতভাবে সে ঝাগড়া শুরু করে। এর এক পর্যায়ে বাবাকে (আশীষ) হত্যার উদ্দেশ্যে কিরিচ দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
এবিষয়ে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ মো. সাইরুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচেছ।
তবে ঘটনা চলাকালীন সময়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এতে সবাই ভণ্ড সাধু সুকুমারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ভিডিও দেখতে এখানে ক্লিক করুন:-