নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে পৃথক অগ্নিকান্ডে পুড়ে গেছে চার বসতঘর। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে ৩টি বসতঘর ও সকালে পূর্ব গোমদণ্ডীতে একটি বসতঘর পুড়ে গেছে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কিরীটি রঞ্জন বড়ুয়া জানান, শ্রীপুর ৬নং ওয়ার্ডের টাংগুর বাড়িতে বৈদ্যুতিক শট সার্কিট হয়ে মো. লোকমান হোসেন, মো. দুদু মিয়া ও মো.বাচা মিয়ার বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এর আগে শুক্রবার সকাল ৫টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে উপজেলার পূর্ব গোমদন্ডী দত্তপাড়ার তিমির বরণ চৌধুরীর বাড়িতে অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৫০হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।