বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার উদ্যোগে মুজিববর্ষ পালন, বিজয়া পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান ১৮মার্চ বুধবার বিকেল ৪টায় উপজেলার জোটপুকুর মাঠে অনুষ্ঠিত হবে ।
আয়োজিত অনুষ্ঠানে রয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, আনন্দ র্যালী, আলোচনা সভা, গুণিজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন প্রতিযোগীতা, বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ। সভাপতিত্ব করবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি শ্যামল বিশ্বাস। এ আয়োজনে সকলের মঙ্গলময় উপস্থিতি কামনা করেছেন পরিষদের সাধারণ সম্পাদক অধীর দে।