পূজন সেন : বোয়ালখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের ৩য় দিনেও ৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ জিল্লুর রহমান।

শনিবার (২৫ এপ্রিল) জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে দ্বিতীয়বারের মতো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

উপজেলার ৫০টি অসহায় পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, ৫ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ২ কেজি ছোলা, ১ লিটার তেল ও ১ কেজি করে লবণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস.এম. সেলিম।

এর আগে গত ২৩ এপ্রিল বোয়ালখালী উপজেলার ১০টি এতিমখানায় ১শত কেজি করে একটন চাউল ও ৫০ টি অসহায় পরিবারকে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে খাদ্য সহায়তা প্রদান করেন করোনা যোদ্ধা ডা. মোহাম্মদ জিল্লুর রহমান।

বোয়ালখালী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এস এম মোদ্দাচ্ছের বলেন, মানবিক চিকিৎসক ডা.মোহাম্মদ জিল্লুর রহমান এ কঠিন সময়ে হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত রাখা ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়ে আসছেন। তার এ মানবিক কর্মকাণ্ড সত্যিই প্রশংসার দাবিদার।

আরও পড়ুন : পুষ্টি সপ্তাহে খাদ্য সহায়তা দিলেন ডা.জিল্লুর

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here