নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে উসাইবা সালসাবিল লাবিবা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউ সি উচ্চ বিদ্যালয়ের পুকুরে এ ঘটনা ঘটে।
লাবিবা উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ফকিরাখালী হাফেজ জহির আহমদের বাড়ীর মোহাম্মদ লিয়াকত আলীর মেয়ে। সে স্থানীয় কে জি স্কুলের নার্সারীতে পড়তো।
জানা গেছে, লাবিবার বাবা রবিবার বিকেলে পুকুরে গোসল করতে গেলে সেও সাথে যায়। লাবিবার বাবা গোসল শেষে কাপড় বদলানোর সময় সে ঘাট হতে পুকুরে পড়ে ডুবে যায়। লাবিবাকে উদ্ধার করে চরণদ্বীপ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এম.এইচ.আর কাউছার মৃত ঘোষণা করেন।