নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে মোহামিন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শিশুটির নানার বাড়ি শাকপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহামিন উপজেলার কধুরখীল হংস পুকুর পাড় এলাকার মো. জাকিরের ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাপস কান্তি মজুমদার বলেন, দুপুর আড়াইটার দিকে মোহামিন নামের একটি শিশুকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে মৃত ঘোষণা করা হয়। স্বজনরা জানিয়েছেন শিশুটি পুকুরের পানিতে ডুবে গিয়েছিল।