প্রতিমা’তে নই, প্রতি ‘মা’তেই হোক শারদের আবাহন। এই প্রতিপাদ্যে সৃজনশীল ও সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ‘শারদীয় শুভেচ্ছা’ উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পাঠশালা।
আজ শনিবার (২৪ অক্টোবর) বিকেলে কধুরখীল সরকারী উচ্চ বিদ্যালয়ে অসহায় মায়েদের হাতে এ উপহার তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, সাবেক ইউপি সদস্য বিভু পদ ঘোষ, আনন্দময়ী ধামের আহ্বায়ক অনুপ চৌধুরী, ক্রীড়া সংগঠক পিংকু কর ও লোকনাথ মন্দির পূজা উদযাপন পর্ষদের সভাপতি বিকাশ সিকদার।
এতে ধারাবাহিকভাবে সমাজের কল্যাণে ‘পাঠশালা’ মানবিক যেসব কার্যক্রম পরিচালনা করছে তার প্রশংসা করে বক্তারা বলেন, এ বৈশ্বিক মহামারী করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা অনুকরণীয়।
শুভেচ্ছা বক্তব্যে পাঠশালার মুখপাত্র কিশোর দে পাঠশালা’র সামগ্রিক কর্ম পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপজেলার ২৫ জন মায়ের হাতে নগদ অর্থ ও খাদ্যপণ্য (চাল, ডাল, আলু, তেল, পিয়াজ, লবণ, আটা, ময়দা, সূজি, চিনি, সেমাই, নুডুলস) তুলে দেন অতিথিবৃন্দ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাঠশালা’র সেবক তন্ময় দত্ত, জয় নন্দী, দিপেশ চৌধুরী, মিল্টন চৌধুরী, প্রিয়ঞ্জিত চক্রবর্তী, অন্তর দাশ, বিজয় চক্রবর্তী, নীলাদ্রি দত্ত, সবুজ চৌধুরী রবিন মজুমদার, শ্রীচরণ বিশ্বাস ও সুব্রত দত্ত রাজু।