বোয়ালখালীতে মুজিববর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে পাঠশালার উদ্যােগে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক চিত্রাংকন এবং সাধারণ জ্ঞান প্রতিযোগিতা কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ে আগামী ১৯ মার্চ অনুষ্ঠিত হবে।

এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চট্টগ্রামের আগ্রহী প্রার্থীগণ আগামী ১২ মার্চের মধ্যে পাঠশালা কর্তৃক নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফরম উপজেলার কানুনগোপাড়া ফ্রিডম কম্পিউটার সেন্টার, রীডার লাইব্রেরী, শাকপুরার রাত্রী স্টুডিও, পৌর সদরের ম্যাগপাই স্টুডিও, জনপ্রিয় বাইণ্ডিং, দত্ত ফার্মেসী, কধুরখীলের সেবালয় ফার্মেসী ও আকুবদণ্ডী সুকুমার স্টোরে পাওয়া যাবে।

একজন প্রতিযোগী চিত্রাংকন ও সাধারণ জ্ঞান উভয় বিষয়ে অংশগ্রহণ করতে পারবেন। উভয়ে বিষয়ে স্থান নির্ধারনীতে যোগ্যতা অর্জনকারী প্রতিযোগির মা পাবেন পাঠশালা ‘সৃজনী’ মায়ের পুরস্কার।

এ সম্পর্কিত যাবতীয় তথ্য পাঠশালা’র অফিসিয়াল ফেসবুক পেইজে জানা যাবে। খবর বিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here