নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে পরীক্ষা না করেই ভূয়া রিপোর্ট দেওয়ায় নিউ শেভরন নামের একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় আদালত ওই ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবু নঈমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এ ১ লক্ষ টাকা জরিমানা করেন।

বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে আজিজ মার্কেটের দ্বিতীয় তলায় পরিচালিত ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।

তিনি জানান, নিউ শেভরন ডায়াগনস্টিক সেন্টারের রোগীদের কাছ থেকে স্যাম্পল নিয়ে পরীক্ষা না করেই রিপোর্ট দিয়ে দেয়া হচ্ছিল। পরীক্ষার পূর্বেই ডায়াগনস্টিক সেন্টারের প্যাডে ল্যাব টেকনিশিয়ান ও ডাক্তারের স্বাক্ষর রাখা হয়েছে। পরে রিপোর্ট বানিয়ে পূর্বেই স্বাক্ষরিত প্যাডে রোগীদের রিপোর্ট দেওয়া হতো। রিপোর্ট দেওয়া প্যাডে প্রাপ্ত চিকিৎসক উপরন্তু ডায়াগনস্টিক সেন্টারটিতে কোনো প্রশিক্ষিত ল্যাব টেকনিশিয়ান বা ল্যাব সহকারী পাওয়া যায় নাই। ল্যাব পরিচালনার কাগজপত্র পরীক্ষা করে দেখা যায় সকল কাগজই মেয়াদোত্তীর্ণ।

আদালত পরিচালনায় সহযোগিতা করে বোয়ালখালী থানা পুলিশ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here