নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রতীক পাওয়ার পর নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ৩টায় কর্মী-সমর্থকদের নিয়ে নৌকার প্রার্থী মোছলেম উদ্দীন আহমদ বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী এলাকায় পথসভার মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।
এ সময় শাকপুরা দীনবন্ধুর পুল হয়ে টেক্সঘর, হাজী লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালমতি বাপের মসজিদ মাঠ, জমাদার হাট তিন রাস্তার মোড়, চরখিজিরপুর বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ প্রচারণা চালান মোছলেম উদ্দীন।
এরপর রাতে উপজেলা সদরে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন তিনি। উপজেলা নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, ’আমাদের তাে দিন শেষ, আমরা জীবন সায়াহ্নে এসে উপস্থিত হয়েছি। আগামী দিনে যারা রাজনীতি করবেন দেশে মানুষের কল্যাণের জন্য, যারা বঙ্গবন্ধুর আদর্শের জন্য নিবেদিত তাদের জন্য এ নির্বাচন অগ্নিপরীক্ষা। এ নির্বাচনে নৌকা জয়লাভ করলে এখানকার রাজনৈতিক কর্মীদের নতুন দুয়ার খুলে যাবে। আগামীতে মনোনয়ন প্রত্যাশা করার জন্য হকদার হবেন।’
তিনি বলেন ‘ এ এলাকার একজন রাজনৈতিক কর্মী যদি ব্যর্থ হয়ে যায়, আগামীদিনে হয়তো এ এলাকার রাজনৈতিক কর্মীদের ভাগ্যের দুয়ার চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে এবং কোনো আগত লােক এ নৌকার প্রার্থী হয়ে যাবে।’
‘আমি বলতে চাই এ এলাকা যে নৌকার, সেটা প্রমাণ করার স্বার্থে আগামী ১৩ তারিখ অগ্নিপরীক্ষায় সবাই যোগ দেবেন। ঈমান এবং নিয়ত ঠিক রেখে নৌকায় ভোট দেবেন। সবাই আন্তরিকভাবে কাজ করলে নৌকার বিজয় কেউ রোধ করতে পারবে না।’
এর আগে দুপুরে তিনি চট্টগ্রাম শাহ আমানত শাহ্ (রহ.) এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারে নামেন।
নির্বাচনী প্রচারণায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক জহিরুল আলম জাহাঙ্গীর, সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, ইউপি চেয়ারম্যান এসএম জসিম, মোহাম্মদ মোকারম, কাজল দে, আবদুল মান্নান মোনাফ, শামসুল আলম, আবু তাহের, বেলাল হোসেন, পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগ আহ্বায়ক জহুরুল ইসলাম,মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান এম এ ঈছা, ব্যবসায়ী জানে আলম, শাকপুরা ব্যবসায়ী সমিতির সভাপতি মোজাহের আলম উপস্থিত ছিলেন।