নিজস্ব প্রতিনিধি :

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে বোয়ালখালী উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কালুরঘাট সেতুর পূর্ব পাড়ে বাসানো হয়েছে নিরাপত্তা চৌকি। সন্দেহজনক ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হচ্ছে।
সোমবার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন বিপিএম (বার) বোয়ালখালীতে আসেন। তিনি উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি সর্ম্পকে খোঁজ খবর নেন। এসময় তিনি বোয়ালখালী থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল করিম।
বোয়ালখালীতে আইন শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে ওসি আবদুল করিম বলেন, বাড়ানো হয়েছে নজরদারি। যে কোনো ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে পুলিশ সার্বক্ষণিক টহলে রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here