প্রতিনিধি:

বোয়ালখালীতে অপরাজিতা- নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে এক মত বিনময় সভা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খান ফাউন্ডেশনের উদ্যেগে বোয়ালখালী অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার।

প্রধান আলোচক ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম। বক্তারা বলেন, নারী পুরুষের সমন্বয়ে দেশকে এগিয়ে নিতে হবে। সকল দুর্বলতা কাটিয়ে রাজনৈতিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ও কর্ম প্রক্রিয়ায় নারীর অংশ গ্রহণ বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছেন অপরাজিতা।

উপজেলা সমন্বয়কারী তাপস বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান,বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের, তথ্যআপা কর্মকর্তা মুনিরা জাহান, জেলা প্রকল্প কর্মকর্তা মোজাফ্ফর হোসেন, শিক্ষক মনেয়ারা বেগম ও অঞ্জলী ঘোষ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here