নিজস্ব প্রতিবেদক :
বোয়ালখালী উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়গুলোতে বই উৎসব অনুষ্টিত হয়েছে। নতুন বছরের প্রথমদিনে নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা শিক্ষার্থীবৃন্দ। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে এ বছরকে ঘোষণা করা হয়েছে মুজিব বর্ষ। বছরের শুরুতে নতুন বই বিতরণের মধ্য দিয়ে আনুষ্টানিক সূচনা ঘটলো মুজিব বর্ষের।
খিতাপচর আজিজিয়া মাবুদিয়া মাদ্রাসা : খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদরাসায় নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় মাদ্রাসায় মুজিব বর্ষ উদযাপন ও বই বিতরণ উৎসবমুখর পরিবেশে মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আবদুর রহীম আলকাদেরী (ম.)’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শিক্ষক মাসুম উল কালামের সঞ্চালনায় অতিথি ছিলেন, শিক্ষক মাওলানা এম এ করিম, মাওলানা মো. ফরিদ উদ্দীন, গোলাম হোসেন, নাছেরুল হক নোমানী, মাহাবুবুল হক, নুরুল আবচার, ছাবের আহমদ, আবু তালেব, আনাস হোছাইন, নজীর আহমদ, মোস্তাক আহমদ, হাফিজুর রহমান, আবদুল কুদ্দুস, মাহাবুবুল আলম, স্নিগ্ধা গুপ্তা, এটিএম আবুল কাশেম।
হাওলা কুতুবিয়া সিনিয়র মাদ্রাসা: হাওলা কুতুবিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসায় বই উৎসব অনুষ্টিত হয়েছে। অধ্যক্ষ আব্বাস উদ্দিন এর সভাপতিত্ব এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা গর্ভণিং বডির সভাপতি পীরজাদা সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী। প্রধান বক্তা ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য এস এম মোদ্দাচ্ছের। মাষ্টার মোহাম্মদ শওকত ওসমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রহমান ফারুকী, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা আবুল হান্নান, মাষ্টার আলী আহমদ, মাওলানা সাহবুদ্দীন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
ব্লু-বার্ডস প্রি-ক্যাডেট স্কুল: ব্লু-বার্ডস প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক শাহীনুর কিবরিয়া মাসুদ। নতুন বছরের নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিশাত জাহান। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক মো. আকরাম হোসেন, শ্যামলী ধর, কো-অডিনেটর জাহানারা আকতার চৌধুরী, শিক্ষক নাদিয়া ইসলাম, শ্যামলী চৌধুরী, শাহীনুর আক্তার, আমীরুল ইসলাম, কেয়া দে, কেয়া চক্রবর্তী, লুৎফুন্নেচ্ছা, সাজ্জাদ হোসেন, মো. মহসিন ও রোমানা আকতার রিমা।
পূর্ব জ্যৈষ্ঠপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় :পূর্ব জ্যৈষ্ঠপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব উদযাপন করেছে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ে প্রধান শিক্ষক তপন কান্তি বড়ুয়ার সভাপতিত্বে প্রধান ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোজাম্মেল হক বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইউনুচ আজম খোকন। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ইলা বড়ুয়া, রোকসানা আকতার ও জসিম উদ্দিন।
গোমদণ্ডী আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয় :গোমদণ্ডী আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাঞ্চন দাশের সভাপতিত্বে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদানন্দ পাল, আওয়ামী লীগ নেতা এমএস আলম, পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, বিদ্যালয় পরিদর্শক আব্দুল বাসেত, হামিদুল হক ও সাংবাদিক ডা. অধীর বড়ুয়া।