নিজস্ব প্রতিবেদক: বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে চট্টগ্রামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মশিউর রহমান আট বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।
আসামি আহমদ উল্লাহ মামুনকে কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন তিনি।
বোয়ালখালী উপজেলার পূর্ব চরণদ্বীপ এলাকার শহিদ উল্লাহর ছেলে আহমদ উল্লাহ মামুন মামলা হওয়ার পর থেকেই পলাতক বলে এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জেসমিন আক্তার জানান।
মামলার বরাত দিয়ে তিনি বলেন, মামুন তার এলাকার এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০১১ সালের ২ অক্টোবর থেকে নিয়মিত শারীরিক সম্পর্ক করে আসছিলেন।
“ওই নারী গর্ভবতী হয়ে পড়লে মামুন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। ওই নারী পরে কন্যা সন্তানের জন্ম দেন। পরের বছরের ২১ সেপ্টেম্বর মামুন চূড়ান্তভাবে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ২৪ সেপ্টেম্বর আদালতে মামলা করে মেয়েটি।”
একজন বিচারিক হাকিম তদন্ত করে ঘটনার সত্যতা পেলে ২০১৩ সলের ৪ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হয়। রাষ্ট্রপক্ষে ছয়জনের সাক্ষ্য শুনে রোববার রায় দেয় আদালত।
আইনজীবী জেসমিন আক্তার বলেন, আদালত রায়ে বলেছে, ওই নারীর মেয়ের বিয়ে না হওয়া পর্যন্ত ভরণপোষণের দায়িত্ব রাষ্ট্র বহন করবে।