নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে দোকান থেকে চুরি করে নিয়ে গেছে বিক্রয়ের জন্য রাখা প্রায় আড়াইশ মোবাইল। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন দোকান মালিক।

গত মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কানুনগোপাড়া কলেজ গেইটের এবি প্লাজার মোহাম্মদীয়া গিফট সেন্টারে এ চুরির ঘটনা ঘটে।

দোকান মালিক মো. গফুর মিয়া(৩০) থানায় অভিযোগ দিলে বুধবার সন্ধ্যায় ঘটনাস্থল পরির্দশন করেছে পুলিশ।

দোকান মালিক গফুর মিয়া জানান, গতকাল বুধবার সকালে খুলতে গিয়ে দোকানের দরজা খোলা দেখতে পান। বিক্রয়ের জন্য রাখা বিভিন্ন মডেলের এনড্রয়েট ও নরমাল আইটেল মোবাইল ১০০ পিস, এনড্রয়েট ও নরমাল সিম্পুনী মোবাইল ৬০ পিস ও ইমাম কোম্পানী ও উইনস্টার কোম্পানীর নরমাল ও এনড্রয়েট ৬০পিসসহ মোট ২৬০টি মোবাইল সেট চোরের দল নিয়ে গেছে। এসব মোবাইলের বাজার মূল্য ৪ লক্ষাধিক টাকা হবে।

স্থানীয়দের অভিযোগ ইদানিং কানুনগোপাড়া বাজারে চুরির ঘটনা বাড়ছে। বুধবার দিবাগত রাতে আরো একটি দোকান চুরি হয়েছে। এতে প্রায় ৫০ হাজার টাকার মালামাল খোয়া গেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আবদুল করিম বলেন, এ ঘটনায় দোকান মালিক জিডি করতে চাইলে পুলিশ অভিযোগ নিয়ে মালামাল উদ্ধার ও সন্দেহভাজনদের ধরতে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here