নিজস্ব প্রতিবেদকবোয়ালখালী উপজেলার আরকান সড়কের আপেল আহমদ টেক এলাকা থেকে মো.মোশারফ (১৬) নামের এক দোকান কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) সকালে স্থানীয়দের কাছে থেকে খবর পেয়ে পুলিশ আরকান সড়কের পাশে ভ্যানগাড়ীতে রাখা এ লাশ উদ্ধার করেছে।

নিহত মোশারফ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ঘোনাপাড়া এলাকার ২নং ওয়ার্ডের মো.বশির আলমের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, নিহতের শরীরে পচন ধরে বিকৃত হয়ে গেছে। বোয়ালখালী উপজেলা সদরের তুলাতল এলাকায় একটি ফার্নিচারের দোকানে কাজ করতো মোশারফ। সে দোকান মালিকের ভাড়া বাসায় থাকতো।

তবে সে গত মঙ্গলবার(১৪ জুলাই) ৫দিন ধরে নিখোঁজ ছিলো বলে দাবি করেছেন শাহ আমানত ফার্নিচার দোকানের মালিক জামাল উদ্দিন।

তিনি জানান, গত মঙ্গলবার দুপুরে মেস থেকে অন্যান্য কর্মচারীদের জন্য ভাত নিয়ে এসে দোকান থেকে বেরিয়ে যায়। পরে তাকে মোবাইল করলে সে তার মামাতো ভাই জমিরের পূর্ব কালুরঘাটস্থ বাসা গিয়েছে বলে জানিয়েছিলো।

এরপর থেকে তার খোঁজ মেলেনি। পরে কে বা কারা তার বড় ভাইয়ের কাছে ফোনে ৫০ হাজার টাকা দাবি করে। এ বিষয়ে বোয়ালখালী থানায় নিখোঁজ ডায়েরি করতে গিয়েও নানান জটিলতায় করতে পারেননি বলে জানা গেছে।

এদিকে ৫০ হাজার টাকা দাবি করা দূর্বৃত্তদের ১০হাজার টাকা দিলেও শেষ রক্ষা হয়নি বলে জানিয়েছেন নিহতের পরিবার।

স্থানীয়রা জানান, শনিবার ভোরে আরকান সড়কের আপেল আহমদ টেক এলাকায় একটি ভ্যানগাড়ীতে করে দূর্বৃত্তরা লাশ নিয়ে আসলেও লোকজন দেখে গাড়ীসহ লাশ ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ তা উদ্ধার করে নিয়ে গেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে মর্গে পাঠানো হচ্ছে। লাশে পচন ধরে গেছে। এ ঘটনায় নিহতের মামাতো ভাই জমিরকে (২০) আটক করা হয়েছে। জমির ও মোশারফ একই দোকানে কাজ করতো। তদন্ত চলছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here