নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) সকালে বোয়ালখালী থানার উদ্যােগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিক রহমান।

তিনি বক্তব্যে বলেছেন, শারদীয় দুর্গাপূজায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করবে। পাশাপাশি স্বাস্থ্য বিধি মানা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা হবে। এ ব্যাপারে প্রতিটি মণ্ডপ কমিটিকেও সজাগ থাকতে হবে। মাস্ক ছাড়া যাতে কেউ মণ্ডপে না যায় আর স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। এবারের আয়োজনে মণ্ডপে পুলিশ অবস্থান করবে না, তবে মোবাইল টিম সার্বক্ষণিক মনিটরিং করবে। আয়োজক কমিটি স্বেচ্ছা সেবক টিম গঠন করবেন।

সভায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি রেজাউল করিম বাবুল, উপজেলা যুবলীগ সভাপতি হাজি আবদুল মান্নান রানা, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি হাজি নাছের আলী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকাররম, হামিদুর হক মান্নান, কাজল দে, শফিউল আজম শেফু, আবদুল মান্নান মোনাফ, এসএম জসিম উদ্দিন, শামসুল আলম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল বিশ্বাস, পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সুনীল চন্দ্র ঘোষ, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু ও জেলা ছাত্র লীগের সভাপতি এস এম বোরহান।

এতে উপজেলার সার্বজনীন ও ব্যক্তিগত পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here