বোয়ালখালী প্রতিবেদক: বোয়ালখালীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে শতাধিক লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (৭ আগস্ট) রাত ১১টার দিকে থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার শাকপুরা ঘোষখীল গ্রামের আহাম্মদ ছফার ছেলে সাইফুল ইসলাম সাইফু (৩৪) ও পশ্চিম গোমদন্ডীর মৃত নুর বক্সের ছেলে মো. হোসেনকে (৪০) গ্রেফতার করে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা শতাধিক লিটার চোলাই মদ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নেয়ামত উল্লাহ পিপিএম বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।