নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে অবৈধ বালুর মহাল করার দায়ে দুই বালু ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার জ্যৈষ্ঠপুরা ভারাম্বার ঘাট এলাকায় অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় নদী থেকে উত্তোলণকৃত বালু বিক্রির উদ্দেশ্যে স্তুপ করে রাখার অপরাধে বালু ব্যবসায়ী মো. শওকত হোসেনকে ৫০ হাজার টাকা ও স্থানীয় শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য সায়েরা বেগমের স্বামী আবু সৈয়দকে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন জানান, অবৈধভাবে বালু উত্তোলনসহ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় জরিমানা করা হয়েছে।