নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে দিনেদুপুরে অভিনব কায়দায় গ্রামীণ ব্যাংক কর্মচারীর লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে সিএনজি চালিত অটোরিকশা চালক।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার চাঁদারহাট এলাকায় এ ঘটনা ঘটেছে।

ছিনতাইয়ের শিকার এনজিও সংস্থা গ্রামীণ ব্যাংক গোমদণ্ডী শাখার সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক নার্গিস আক্তার জানান, উপজেলার চাঁদারপাড়া থেকে ক্ষুদ্র ঋণ আদায় করে হেঁটে চাঁদারহাট সড়কে আসলে দ্রুত গতির একটি সিএনজি চালিত অটোরিকশা চাপা দেওয়ার চেষ্টা করে। এসময় সরে দাঁড়াতে গিয়ে সড়ক ধারে পড়ে গেলে অটোরিকশা চালক সহযোগিতার ভান করে সাথে থাকা ব্যাগ নিয়ে অটোরিকশা চালিয়ে পালিয়ে যায়। ব্যাগে আদায়কৃত ঋণের ৯১ হাজার ২৮৫ টাকা, ব্যক্তিগত মোবাইল ও অন্যান্য জরুরি কাগজপত্র ছিলো।

বিষয়টি নিশ্চিত করে গ্রামীণ ব্যাংকের গোমদণ্ডী শাখার ম্যানেজার লিপি রাণী দাশ বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় মামলা দায়ের করা হচ্ছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, অভিনব কায়দায় এ ঘটনা ঘটেছে। দায়ী অটোরিকশা চালককে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here