আলোকিত ডেক্স : ‘বিজ্ঞান ও প্রযুক্তি অগ্র গতির মূলশক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বোয়ালখালীতে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জুন) সকালে উপজেলা চত্বরে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম ও জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল ।
এ মেলা উপজেলার ৪টি কলেজ ও ৯টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৩টি স্টলে বিভিন্ন সায়েন্টিফিক প্রযুক্তির প্রদর্শণ করে।