নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে লায়লা বেগম (৫৫) নামের এক বৃদ্ধাকে রিলিফের ত্রাণ সামগ্রী নিয়ে দেওয়ার কথা বলে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মোবাইল নিয়ে চম্পট দিয়েছে এক ভদ্রবেশী প্রতারক।
গতকাল সোমবার দুপুরে উপজেলা সদরের সিও অফিসে সামনে এ ঘটনা ঘটেছে। বৃদ্ধার ছেলে মো.সাইফুদ্দিন খালেদ এ ব্যাপারে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, লায়লা বেগম উপজেলার পশ্চিম কধুরখীলের নিজের বাড়ী থেকে মেয়ের শশুর বাড়ী উপজেলা সদরের মীর পাড়ার উদ্দেশ্য সোমবার সাড়ে ১১টার দিকে অটোরিকশা যোগে রওনা দেন। দুপুর ১২টার সময় উপজেলা পরিষদের সামনে পৌঁছলে, সড়কের এক পাশে গাড়ি দাঁড় করিয়ে চালককে ফল কিনতে দোকানে পাঠান। ওই সময় মুখে মাস্ক ও গায়ে নীল শার্ট পরিহিত অনুমান ৪০ বছর বয়সী এক ব্যক্তি এসে বিভিন্ন কৌশলে রিলিফের ত্রাণসামগ্রী দিবে বলে ১টি সাদা কাগজ দেয়।
এ অবস্থায় ওই ব্যক্তি আচার-আচরণ সন্দেহজনক হওয়ায় গলায় পরা স্বর্ণের চেইন, কানের দুল, হাতে থাকা মোবাইল সেট ও নগদ ৫হাজার টাকা চালক আসলে তার হাতে গচ্ছিত রাখেন বৃদ্ধা।
এরপর বৃদ্ধার সাথে কথা বলতে বলতে অটোরিকশা থেকে নামিয়ে রাস্তার একপাশে নিয়ে দাঁড় করিয়ে রেখে অটো চালকের কাছে গচ্ছিত নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল নিয়ে চম্পট দেয় ওই ভদ্রবেশী প্রতারক।