নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালীতে তিনদিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। ৪ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলা উদ্বোধন করেছেন সাংসদ মইন উদ্দিন খান বাদল।

উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. একরামুল ছিদ্দিক। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ মইন উদ্দিন খান বাদল।

উপজেলা কৃষি উপ-সহকারি কর্মকর্তা গৌতম চৌধুরীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নুরুল আলম, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, জাসদ সভাপতি মনির উদ্দিন খান, জেলা পরিষদ সদস্য মো. ইউনুচ, থানার অফিসার ইনচার্জ মো. সাইরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল, ইউপি চেয়ারম্যান এসএম জসিম, আবদুল মান্নান মোনাফ ও কাজল দে।

‘পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার’ স্লোগানকে সামনে রেখে তিনদিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনকালে সাংসদ বাদল বলেন, আগের তুলনায় দেশের কৃষি পণ্যের উৎপাদন অনেক বেড়েছে। এর সংরক্ষণের ব্যবস্থাও করতে হবে। বোয়ালখালীতে উৎপাদিত ফসল যথাযথ সংরক্ষণের ব্যবস্থা না থাকায় কৃষকরা ন্যাযমূল্য বঞ্চিত হচ্ছেন। তাই কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে হিমাগার স্থাপনের উদ্যোগ নেওয়ার জন্য বলেন তিনি।

সভায় কৃষকদের মাঝে বৃক্ষচারা বিতরণ করেন অতিথিরা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here