আলোকিত ডেক্স : আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুন্য নির্ভর সংগঠন ‘তাজকিয়া’র কর্তৃক আয়োজিত “বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়ক” শীর্ষক সেমিনার অনুষ্টিত হয়েছে।
১৪ জুন শুক্রবার সকাল ১০ টায় তাজকিয়া বোয়ালখালী জোনের সদস্য সচিব মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে শাকপুরা পাইলট প্রবর্ত্তক কন্যা বিদ্যাপীঠ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
চবি জোনের আহবায়ক কাজী এরফানুল হক বায়েজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন তাজকিয়া কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কৌশিক সায়মন শুভ, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন জয়, নির্বাহী সদস্য জয়নাল আবেদিন।
শুরুতে কুর’আন থেকে তিলাওয়াত করেন তাজকিয়া বোয়ালখালী জোনের যুগ্ম সচিব শেখ মোহাম্মদ মহিউদ্দিন হাসান, স্বাগত বক্তব্য রাখেন চবি জোনের যুগ্ম সচিব মুহাম্মদ শাহজাহান। সেমিনারের প্রথম সেশনে বিজ্ঞান অনুষদের ভর্তি পরিক্ষা সম্পর্কিত বিষয় নিয়ে সেশন পরিচালনা করেন চবি উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থী, তাজকিয়া চবি জোনের যুগ্ম আহবায়ক সৈয়দ মোঃ বোরহান উদ্দীন । দ্বিতীয় সেশনে ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি শিক্ষা সম্পর্কিত নিয়ে উপস্থাপনা করেন চবি মার্কেটিং বিভাগের শিক্ষার্থী, তাজকিয়া চবি জোনের সদস্য মুহাম্মদ মোবারক হোসেন । তৃতীয় সেশনে কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ভর্তি পরিক্ষা সম্পর্কিত বিষয় নিয়ে উপস্থাপনা করেন চবি আন্তর্জাতিক সর্ম্পক বিভাগের শিক্ষার্থী, তাজকিয়া চবি জোনের সিনিয়র সদস্য আব্দুল্লাহ আল আরমান।
উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্চুক অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরিশেষে, সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যেমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।