নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে মুজিব বর্ষ ২০২০ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করনীয় শীর্ষক সেমিনার অনুষ্টিত হয়েছে।

৩০ জুন রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় উপজেলা প্রশাসন আয়োজিত সেমিনার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নুরুল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম জাহাঙ্গীর, উপজেলা জাসদ সভাপতি মনির উদ্দিন আহম্মদ খান, ইউপি চেয়ারম্যান এস এম জসিম, মো. মোকাররম, বেলাল হোসেন, সামশুল আলম, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি মো. শাহিনুর কিবরিয়া মাসুদ, সাংবাদিক অধীর বড়–য়া, রবিউল হোসেন ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সদানন্দপাল।

যুব উন্নয়ন সহকারি কর্মকর্তা শাহাব উদ্দিনের সঞ্চালনায় সেমিনারে মুল প্রতিপাদ্য তুলে ধরেন, উপজেলা তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের সহকারি প্রোগ্রামার মো. আজিমুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। মানুষ যতই প্রযুক্তি নির্ভর হবেন, ততই অনিয়ম দুর্নীতি কমে আসবে। তবে প্রযুক্তির পজেটিভ দিকগুলি গ্রহণ করতে হবে আর নেগেটিভ দিকগুলি বর্জনের মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সকলকে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করতে হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here