নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে টেম্পো ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. লোকমান (২৬) নামের এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার গোমদন্ডী ফুলতল মোড়ে এ ঘটনা ঘটেছে। নিহত লোকমান উপজেলার পশ্চিম গোমদন্ডী মালেক মেম্বার বাড়ীর ফেজু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে দ্রুতগতির একটি টেম্পো অটোরিকশাকে মুখোমুখি ধাক্কা দিলে অটোরিক্সা যাত্রী মো.লোকমান গুরুতর আহত হন।

উপজেলা হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী জানান, আহত অবস্থায় লোকমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

নিহত লোকমানের ফুফাতো ভাই সুমন জানান, গোমদন্ডী ফুলতল মোড়ে অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পো মুখোমুখি ধাক্কা দিলে লোকমান মাথায় গুরুতর আঘাত পায়। এরপর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করেন। দুপুর দেড়টার চমেক হাসপাতালে লোকমান মারা যায়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here