নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে জাসদ নেতা নুরুল হকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। নুরুল হক উপজেলা জাসদের প্রচার সম্পাদক।

বৃহস্পতিবার (২৯ অগাস্ট) সকালে উপজেলা পরিষদের সামনে উপজেলা জাসদ নেতৃবৃন্দ এ মানববন্ধন করেন।
হামলাকারিদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা জাসদ সভাপতি মনির উদ্দিন আহম্মদ খান, সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক, যুব নেতা মো. সেলিম উদ্দিন, মো. জসিম উদ্দিন ও মুক্তিযোদ্ধা হামিদুল হক সিকদার, সরোয়ার হোসেন, মো. জসিম উদ্দিন, মো, জাহাঙ্গীর আলম, জাসদ নেতা মিহির কান্তি বিশ্বাস, সমীর চক্রবর্তী, অধীর দে, শাহাবুদ্দিন, আব্দুর শুক্কুর, আব্দুল মান্নান, ইকবাল হোসেন চাম্পা দে ও নাজমা বেগম প্রমুখ।

গত ১৯ অগাস্ট সোমবার রাত ৮টার দিকে সম্পত্তি সংক্রান্ত বিরোধে উপজেলার পশ্চিম সারোয়াতলী শেখ চৌধুরী পাড়ায় দু’পক্ষের মারামারির ঘটনা ঘটে। এতে জাসদ নেতা নুরুল হকসহ ৬জন আহত হন।

এ ঘটনায় বোয়ালখালী থানায় মামলা দায়ের পর পুলিশ এজাহার নামীয় দুই আসামীকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করেছে বলে জানান পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন ফারুকী। তিনি বলেন, বিষয়টি এখন তদন্তনাধীন রয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here