নিজস্ব প্রতিবেদক : নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে বোয়ালখালী উপজেলায়।
২৫ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী এ আয়োজনের সমাপনী দিনে পৌরসভার হাজীরহাট সংলগ্ন ইকবাল পার্ক মাঠে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মুক্তিযোদ্ধা মইন উদ্দিন খান বাদল।

তিনি বক্তব্যে বলেন, আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ করে অনেক অসহায় পরিবার সাবলম্বী হয়েছেন। ইউনিয়ন ভিত্তিক মহিলাদেরও মৎস্য চাষে উদ্বুদ্ধ করতে হবে। যে সমস্ত পুকুর জলাশয় পরিত্যাক্ত আছে সেগুলোকে সংস্কার করে চাষের আওতায় আনতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্টিত সভায় স্বাগত বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার।

কৃষি উপ-সহকারি কর্মকর্তা গৌতম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, জাসদ সভাপতি মনির উদ্দিন খান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নেয়ামত উল্লাহ (পিপিএম) ও আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন হাসান।  অনুষ্ঠানে উপজেলার তিনজন সফল মৎস্য চাষীকে পুরস্কার প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here