নিজস্ব প্রতিবেদক :

বোয়ালখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের এক মতবিনিয় সভা উপজেলা মৎস্য অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) বিকেলে মৎস্য অধিদপ্তর আয়োজিত এ মতবিনিময় সভায় সপ্তাহব্যাপী কর্মসূচী তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা) স্বপন চন্দ্র দে। তিনি বলেন, আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বোয়ালখালীতে পোনামাছ অবমুক্তকরণ, মৎস্য সেক্টরের সাফল্য নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শণী, মৎস্যচাষীদের সাথে মতবিনিময়, মাছচাষ বিষয়ক পরামর্শ, পুকুরের মাটি ও পানি পরীক্ষা ও মৎস্যচাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হবে।

এ সময় সাংবাদিকদের প্রস্তাবের আলোকে উপজেলার পতিত জলাশয়গুলো সংস্কার করে মৎস্য চাষের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশ্বস্থ করেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা শিমুল বড়ুয়া, মেরিন ফিসারিজ কর্মকর্তা রাশোআদে মোরসালিন, অফিস সহকারি প্রকাশ কুমার দাশ, মো. নোমান, রিন্টু চাকমা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here