নিজস্ব প্রতিবেদক: জলাতঙ্ক রোগ নির্মূলে চট্টগ্রাম জেলায় ব্যাপকহারে কুকুরের টিকাদান কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বোয়ালখালীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এ সভা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম।

বক্তব্য রাখেন এমডিবি সুপার ভাইজার ফিরোজ হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সুলতান মাহামুদ, ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফু, আবু তাহের, পৌর সচিব মোশারফ হোসেন, কাউন্সিল ইসমাইল হোসেন আবু।

সভায় জানানো হয় ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক রোগ নিমূর্লের লক্ষ্যে চট্টগ্রাম জেলায় ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০২০ বাস্তবায়নের নিমিত্তে ইতোমধ্যে এনিমেল মাইক্রোপ্ল্যানিং করা হয়েছে।

আগামী ১৫ মার্চ হতে ১৯ মার্চ পর্যন্ত ৫দিনব্যাপী জলাতঙ্ক নির্মূলে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ সাকার কমিউনিবেল ডিজিজ কন্ট্রোল অপারেশন প্ল্যানের জলাতঙ্ক রোগ নির্মূল কর্মসুচীর আওতায় বোয়ালখালী উপজেলার ইউনিয়ন ও পৌর এলাকায় কুকুরের টিকাদান (এমডিভি) ভ্যাকসিনেশন ক্যাম্পেইন পালন করা হবে।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here