প্রতিনিধি: বোয়ালখালীতে জমিয়তে মুহিব্বানে সুলতানপুরী উপজেলা কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার বহদ্দারপাড়া এলাকার অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সাবেক সহ-সভাপতি আব্দুল হালিম সওদাগরের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, জমিয়তে মুহিব্বানে সুলতানপুরী কেন্দ্রিীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাবুল।
সভায় সর্বসম্মতিক্রমে জসিম উদ্দিন বাচা সভাপতি ও মো. জামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা সামশুল আলম, দিদারুল আলম, ইছহাক মিস্ত্রি, দুদু মিয়া, হাবী সওদাগর ও সুমন বাদশা। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মো. নুরুল আলম সি. সহ-সভাপতি, মো. জহুর মিয়া সি. সহ- সাধারণ সম্পাদক, মো. নুরুল আজিম সাংগঠনিক সম্পাদক, কামাল সওদাগর অর্থ সম্পাদক, মো. স¤্রাট প্রচার সম্পাদক ও কাউন্সিলর সোলাইমান বাবুল,তিতুমীর জসিম উদ্দিন, দিদার মিস্ত্রি,আমিনুল হক ও কামাল মিস্ত্রিকে সিনিয়র সদস্য করে ত্রি-বার্ষিক এ কমিটি গঠন করা হয়।