বোয়ালখালীতে জনকল্যাণ সমবায় সমিতি লিমিটেডের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানে কেক কেটে উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার সারোয়াতলী হোরারবাগের সমিতির কার্যালয়ে এ উপলক্ষে রিদুয়ানুল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও সভাপতি সমাজ সেবক সালাউদ্দীন রুমি।
সমিতির সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী মোহাম্মদ নাজিম উদ্দীন মাষ্টারের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, সমিতির সহ-সভাপতি মো. জসিম উদ্দিন আমিরী ও অর্থ সম্পাদক শাহজাহান সওদাগর। এসময় সমিতির পরিচালকবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ জনকল্যাণ শ্রমজীবী সমবায় সমিতি অদূর ভবিষ্যতে আরো ব্যাপক পরিসরে মানব কল্যাণে কাজ করতে পারে তার জন্য সকলের সহযােগিতা কামনা করেন।