নিজস্ব প্রতিবেদক :
শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপন উপলক্ষে উপজেলার পূর্ব গোমদন্ডী শ্রী শ্রী জগদীশ্বরী কালী বাড়ি পূজা পরিষদের উদ্যেগে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার(২৩ নভেম্বর) সন্ধ্যায় পরিষদের সভাপতি লিটন দে’ র সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ( তৃণমুল এন ডি এম) চেয়ারম্যান খোকন চৌধুরী।
উল্লাস দে’ র সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর সুনিল চন্দ্র ঘোষ, হরি রঞ্জন বণিক, শিক্ষক সুধাংশু বিমল ধর, তৃণমুল এন ডি এম ভাইস চেয়ারম্যান ডা.প্রণব চৌধুরী, যুগ্ন মহাসচিব মো. খোরশেদ আলম, প্রণব চক্রবর্তী, সদস্য তুষার কান্তি দে, শ্রীবাস বিশ্বাস ও লিটন দত্ত।
সভার শুরুতে করোনা মহামারী থেকে বিশ্ববাসীর মুক্তি কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন, শ্রী শ্রী কালী বাড়ির পুরহিতসহ অতিথিবৃন্দ।
এসময় প্রধান অতিথি খোকন চৌধুরী বলেন, আমি সাধারণ একজন মানুষ হয়ে যতদিন বেঁচে আছি মানুষের কল্যাণে কাজ করার আশাবাদ ব্যাক্ত করছি। আগামীতে তৃণমুল এন ডি এম এর হয়ে আপনাদের জন্য যেন কাজ করতে পারি সে সহযোগীতা কামনা করছি।
অনুষ্টানে প্রধান অতিথি’র হাতে সম্মাননা স্বারক তুলে দেন অতিথিবৃন্দ।