নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে ঐতিহ্যবাহী জগদানন্দ মিশনের উদ্যোগে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। ১২ জুলাই শুক্রবার দুপুরে পূর্ব গোমদন্ডী লোকনাথ মন্দির থেকে কীর্তন সহকারে এ উল্টো রথযাত্রা জগদানন্দ মিশনে পৌঁছে। এতে ভক্ত দর্শনার্থী সমাগম ঘটে।
এ উপলক্ষে শ্রীশ্রী জগন্নাথ দেবের পূজা, রথপূজা, রাজভোগ নিবেদন ও মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কৃষ্ণা ব্রহ্মচারী, বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস, সহ-সভাপতি সমীর চক্রবর্তী, মিহির বিশ্বাস, লোকনাথ সেবক সংঘের সভাপতি বাবলু ঘোষ, বিশ্বজিৎ চৌধুরী বাবু, মিশন পরিচালনা পর্ষদের সভাপতি বিকাশ দেওয়ানজী, সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী, পিকলু চৌধুরী, অনিল ধর, ছোটন চক্রবর্তী, বিশ্বজিৎ চৌধুরী, টিটু দে, পংকজ দত্ত, ছাত্র-যুব-ঐক্য পরিষদের যুগ্নসম্পাদক অরবিন্দ চৌধুরী, জাগো হিন্দু পরিষদের কিল্টন নাথ, অলক দে, রবীন্দ্র নাথ, যীশু নাথ, উত্তম মজুমদার, কৃষাণ চৌধুরী পলাশ, খেলন রায়, জনি দাশ, জয় দে প্রমুখ।
এর আগে ৪ জুলাই বৃহস্পতিবার জগদানন্দ মিশন এ রথযাত্রা বের হয়েছিল।