নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের প্রকোপে বন্ধ হয়ে গেছে সাধারণ মানুষের রুটি-রুজির পথ। রিকশাওয়ালা, দিনমজুরদের মত নিম্ন আয়ের মানুষদের কষ্টে দিন কাটছে। তাদের দিকে সাহায্যের হাত বাড়ালেন বোয়ালখালী সারোয়াতলীর মোত্তাকীয়ে মাইজভাণ্ডারী ছৈয়দুর রহমানের পরিবারবর্গ।
আজ ২৭ মার্চ (শুক্রবার) বিকালে সারোয়াতলীর খিতাপচরের নিজ গ্রামে ১০০টি পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা দেওয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন ছৈয়দুর রহমানের পরিবারের পক্ষে মো. আবুল কালাম, মো. আবুল হাসেম, আবদুল হালেক, হারুনুর রশিদ, মোজাহেরুল হক রকি, মো. ঈসান, মো হেলাল, মো. এরশাদ, মো. শয়ন প্রমূখ।
বাড়ি বাড়ি গিয়ে দ্রব্য-সামগ্রী পৌঁছে দেয়া হয়। যেখানে প্রত্যেক পরিবারের জন্য ছিল পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, নগদ টাকা, মাস্ক এবং সাবান।