নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুরখীলে এক যুবককে ছুরিকাঘাত করে সাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
ছুরিকাহত মো.রিফাতকে (২৪) প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।
শনিবার ( ২৪ অগাস্ট) দিবাগত রাত ৯ টায় দিকে উপজেলার পশ্চিম কধুরখীল কাজী রাস্তার খতিব বাগিচার মুখে এ ঘটনা ঘটে বলে জানায় রিফাত।
রিফাত পশ্চিম কধুরখীল সিনিয়র মাদ্রাসা এলাকার আবদুল ছালামের বাপের বাড়ীর মো. নাসির উদ্দিনের ছেলে।
রিফাত জানায়, ‘শনিবার রাত ৯ টার দিকে কধুরখীল লালার দীঘির পাড় থেকে মোবাইল রিচার্জ করে সাইকেল চালিয়ে বাড়ী ফেরার পথে কয়েকজন ব্যক্তি গতিরোধ করে।’
‘তারা এ সময় ছুরি দেখিয়ে সাইকেল ছিনিয়ে নিয়ে চোখে মুখে মরিচের গুড়ো ছুড়ে মারে এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন ছুরিকাঘাতের বিষয়টি নিশ্চিত করে বলেন, রিফাতের শরীরের তিন জায়গায় আঘাত হয়েছে। গুরুতর আহত হওয়ায় তাকে চমেক হাসপাতালে স্থানান্তর করেছেন চিকিৎসক।