নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে ১০লিটার চোলাই মদসহ সুকুমার ধর (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সে বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী পরিমল মাষ্টারবাড়ীর মৃত পাঁচকড়ি ধরের ছেলে।
রবিবার (২৭ অক্টোবর) বিকেল পৌনে ৪টার সময় সিএনজি পৌর সদর থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়।
এ সময় তার হাতে থাকা একটি ব্যাগে ১০লিটার পরিমাণ চোলাই মদ পাওয়া গেছে বলে জানান অভিযান পরিচালনাকারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুর রহমান সরকার।
তিনি বলেন এ ব্যাপারে বোয়ালখালী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।