চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ ও বায়েজিদ আংশিক) আসনের উপ-নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন, এ আসনে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে সাধারণের দুর্ভোগ ও ভোগান্তির কোন অন্ত নেই।
তাই নির্বাচিত হলে উপজেলার প্রান্তিক এলাকায় যোগাযোগ ব্যবস্থা তথা ভৌত অবকাঠামোর উন্নয়নে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে অঙ্গিকার ব্যক্ত করে তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে চেয়ার প্রতীকে ভোট দেয়ার জন্য জনগণের প্রতি উদাত্ত আহবান জানান।
গতকাল বৃহস্পতিবার বোয়ালখালী উপজেলাধীন শাকপুরা চৌমুহনী এলাকায় গণসংযোগকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
এসময় তাঁর সাথে ছিলেন, ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খান, স ম হামেদ হোসাইন, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক স ম শহীদুল হক ফারুকী, মাওলানা ইলিয়াছ সিকদার, হাফেজ জহুরুল ইসলাম, মোহাম্মদ ইলিয়াছ, মাওলানা ইদ্রিস, ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সহ সভাপতি কফিল উদ্দীন রানা, এনামুল হক এনাম, এম গিয়াস উদ্দীন, তাওহিদ মুরাদ সুমন, এম শাহেদুল আলম, এইচ.এম. নাছির উদ্দীন, এম আব্দুল মন্নান, এম আলমগীর, ইদ্রিস সওদাগর, ইছমত হোসেন সাদেক, মোহাম্মদ শওকত ও জমির হোসেন প্রমুখ।