নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে চুরির দায়ে মোহাম্মদ জুয়েল (২৮) নামের এক মাদক সেবীর ১৫দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. একরামুল ছিদ্দিক এ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা গেছে, পটিয়া পৌরসভার রতনপুর মৌলভীবাজার ৮নং ওয়ার্ডের আবদুল আলমের ছেলে মোহাম্মদ জুয়েল বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা ও কড়লডেঙ্গায় দীর্ঘদিন ধরে নানান অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গত বুধবার চুরির দায়ে স্থানীয়রা জুয়েলকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ ভ্রাম্যমাণ আদালতে জুয়েলকে সোপর্দ করলে সে নিজের অপরাধ স্বীকার করায় ১৫দিনের কারাদণ্ড দেয় আদালত।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here