নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে স্বর্গীয় সন্তোষ কুমার চৌধুরী মেমোরিয়েল বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ।
রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার সারোয়াতলী গ্রামের সন্তোষ ভবনে ভারত চন্দ্র প্রতিষ্ঠিত শ্যামা পূজা উপলক্ষে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এতে উপজেলার হাজারো মানুষ চিকিৎসা নিয়েছেন।
ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা.প্রণব কুমার চৌধুরী, চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. প্রকাশ কুমার চৌধুরী, নাক-কান-গলারোগ বিশেষজ্ঞ ডা. পংকজ কুমার চৌধুরী, গাইনী রোগ বিশেষজ্ঞ ডা. সুলেখা চৌধুরী, শিশু চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. উৎপল সেন, হৃদরোগ বিশেষজ্ঞ ও ডায়াবেটলজিষ্ট ডা. সুজন কুমার ধর, মেডিসিন বিশেষজ্ঞ ডা. জয়দ্বীপ ঘোষ, ডা. পলাশ কুমার বিশ্বাস, ডা. অমল কান্তি পুরোহিত, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. পূজাঞ্জলি চৌধুরী, জেনারেল ফিজিশিয়ান ডা. পূর্ণাশ্রী চৌধুরী, ডা. আবীর ও ডা. সৌরভ।
বাংলাদেশ আই হসপিটাল চট্টগ্রামের সহযোগিতায় আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হারাধন চৌধুরী, সুনীল দাশ, মো. মুছা, বাসুদেব চৌধুরী, আবুদল শুক্কুর, সুরেশ চৌধুরী, পলাশ কুমার চৌধুরী, ঝুন্টু চৌধুরী, প্রবোধ চৌধুরী, দীপক চৌধুরী, চন্দন দে, বিশু চৌধুরী ও দীপেন চৌধুরী প্রমুখ।
অধ্যাপক ডা.প্রণব কুমার চৌধুরী বলেন, সমাজকে আলোকিত করতে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। চিকিৎসা সেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। এ চিকিৎসা সেবা যাতে আরো ব্যাপক আকারে দেওয়া যায় সে ব্যাপারে স্বর্গীয় সন্তোষ কুমার চৌধুরী মেমোরিয়েল সবার সহযোগিতা কামনা করছে।