নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে ঘরে ঢুকে ১০৪ বছর বয়সী এক বৃদ্ধের মাথা ফাটিয়ে দিয়েছে এক বখাটে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সারোয়াতলী ৯নং ওয়ার্ডের পারিয়াল পাড়ায় এ ঘটনা ঘটেছে। আহত বৃদ্ধ কৃষ্ণ চন্দ্র দে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের নাতি প্রবাসে থাকা টিটু কান্তি দে ইমন জানান, বৃহস্পতিবার রাতে ঘরে পরিবারে সবাই রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় একই এলাকার গোবিন্দ প্রসাদ সেনের ছেলে বখাটে টিপু সেন ঘরে দরজা ধাক্কা দিতে থাকে। এতো রাতে কি প্রয়োজন জানতে চাইলে সে দরজা খুলতে বলে। ঘরের দরজা খুললে টিপু ঘরে প্রবেশ করে মহিলাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। এ সময় ঘরের মহিলাদের চিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসলে খাবার টেবিলে থাকা বড় চামচ দিয়ে কৃষ্ণ চন্দ্র দে’র মাথায় আঘাত করে পালিয়ে যায়। চামচের আঘাতে দাদুর মাথা ফেটে রক্তাক্ত হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ইমনের স্ত্রী রিয়া দে বাদী হয়ে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয়রা জানান, কৃষ্ণ চন্দ্র দে তার নাতির বউ বাচ্চাদের নিয়ে ছিলেন। নাতি ইমন বিদেশে, ছেলে স্বপন কান্তি দে রেলওয়ের চাকুরির সুবাদে ময়মনসিংহে ও ছেলের বউ নাতিনকে দেখতে নগরীতে গিয়েছিলেন। এ সুযোগে বখাটে টিপু এ ঘটনা ঘটিয়েছে। সে মাদকাসক্ত হয়ে প্রায় সময় এলাকায় মারামারি করে আসছে। তার নিজের মাকেও প্রায় সময় মারধর করে।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here