নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এক চোরকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গত রবিবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ কেরানী বাজার এলাকায় এ চোরকে আটক করে জনতা।
আটককৃত গরু চোর ওসমান গণি(২০) উপজেলার কড়লডেঙ্গা ১নং ওয়ার্ডের রফিক সওদাগর বাড়ীর নুরুল হকের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ জানান, গরু চোরকে সংশ্লিষ্ট আইনে রুজুকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে। উদ্ধারকৃত গরুটি প্রকৃত মালিককের জিম্মায় দেওয়া হয়েছে।