প্রতিনিধি:

May be an image of 12 people, people sitting and people standingশপথ গ্রহণ করেছেন চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ।

বুধবার (১৩ অক্টোবর) দুপরে চট্টগ্রাম সার্কিট হাউজে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান।

No description available.শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান বলেছেন, “আজ যারা মেয়রসহ বিভিন্ন পদে শপথ নিয়েছেন তারা একমুহুর্ত আগে রাজনৈতিক কর্মী থাকলেও এখন থেকে জনগনের সেবক; সরকারে অংশ। তাই এ শপথ শুধু কিছু কথা নয়, দায়িত্ব পালনের অঙ্গিকার। এখন থেকে সকলে দেশের স্বার্থে কাজ করবেন।

May be an image of 6 people, people standing and indoorঅনুষ্ঠানে পৌরসভার নব-নির্বাচিত মেয়র জহুরুল ইসলাম ও কাউন্সিলর তারেকুল ইসলাম, সিরাজুল হক, আরিফ উদ্দিন জুয়েল, সুনীল চন্দ ঘোষ, ইসমাইল হোসেন চৌধুরী, মো. নাছের আলী, মাহমুদুল হক, মো. পারভেজ, মো. জাহাঙ্গীর আলম, রেবেকা সুলতানা মনি, জোবাইদা বেগম, শাহনাজ পারভিন নিলু শপথবাক্য পাঠ করেন।

May be an image of 11 people, including স্বেচ্ছাসেবকলীগ বোয়ালখালী পৌরসভা and people standingবোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম বলেন, “চট্টগ্রাম শহরের সবচেয়ে নিকটতম পৌরসভা বোয়ালখালী। কিন্তু এই পৌরসভার অবকাঠোমগত কোনো উন্নয়ণ হয়নি। হটাৎ কেউ আসলে তাদের কাছে এই এলাকাটিকে বাংলাদেশ থেকে একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো মনে হয়। সমস্যাগুলো চিন্হিত করে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৮ আসনের সাংসদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

No description available.শপথ অনুষ্ঠানে শেষে বোয়ালখালী পরিষদ চত্বরে নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিকেলে আয়োজিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী।

May be an image of 13 people, including Rejaul Karim Babul and MA Mintu, people sitting and people standingএতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, দক্ষিণ জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো এমরান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সুজন প্রমূখ

May be an image of 8 people, people sitting, people standing and headscarf

বোয়ালখালী পৌরসভায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র হলেন জহুরুল ইসলাম জহুর

এক নজরে বোয়ালখালী পৌরসভা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here