নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে খালের পানিতে ডুবে জান্নাতুল মাওয়া জেসি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
১৭ জুলাই বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ভান্ডালজুড়ি খালে মায়ের সাথে গোসল করতে নেমে জেসি পানিতে ডুবে নিখোঁজ হয়। পরবর্তীতে স্থানীয়রা চেষ্ঠা চালিয়ে বিকেল ৪টার দিকে খাল থেকে জেসির লাশ উদ্ধার করেন।
জান্নাতুল মাওয়া জেসি শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হাটখোলা এলাকার রমজান আলী লালু মেয়ে। সে স্থানীয় জ্যৈষ্ঠপুরা মাদ্রাসার ৫ শ্রেণির ছাত্রী।
শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম জানান, বাড়ির পাশে লাগোয়া খালে মায়ের সাথে গোসল করতে গিয়ে জেসি নামের শিশুটি নিখোঁজ হয়। এরপর স্থানীয়রা চেষ্ঠা চালিয়ে তাকে উদ্ধার করে। বোয়ালখালী ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।