নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে চলতি মৌসুমে সরকারিভাবে আমন ধান ক্রয়ের লক্ষ্যে নমুনা ধান দেখলেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় পৌরসভার মধ্যম কধুরখীল পাঠান পাড়া এলাকায় তিনি ধানের এ নমুনা ধান পর্যবেক্ষণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ, খাদ্য নিয়ন্ত্রক (অ.দা) রূপান্তর চাকমা ও উপ সহকারি কৃষি কর্মকর্তা প্রণব কান্তি দে।

খাদ্য অফিস সূত্রে জানা গেছে, শুকনো, চিটামুক্ত, উজ্জ্বল সোনালী রঙয়ের আমন ধান সরকার ২৬টাকা কেজি দরে ক্রয় কার্যক্রম শুরু হবে আগামী ১৭ ডিসেম্বর। উপজেলার প্রকৃত কৃষকদের কাছ থেকে ২০২০ সালে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ক্রয় করবে সরকার। এবার বোয়ালখালী ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৫৭ মেট্রিক টন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here