নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে এক কৃষকের গোয়াল ঘর থেকে একটি গাভী চুরি করে নিয়ে গেছে চোরেরদল । ২৫ মে শনিবার ভোর রাতে উপজেলার কধুরখীল দক্ষিণ পাড়ার কৃষক সুলাল দে এর গোয়াল ঘর থেকে এ গাভী চুরি হয়েছে।
কৃষক সুলাল দে জানান, চুরি যাওয়া কালো রংয়ের গাভিটির বাজার মূল্য প্রায় ৯০ হাজার টাকা। প্রতিদিন ৫ কেজি পরিমাণ দুধ দেয় গাভীটি।
শনিবার ভোররাতে গোয়াল ঘরের তালা ভেঙে গাভিটি চুরি করে নিয়ে গেলেও তার বাছুর ও অন্য একটি গরু নিতে পারেনি। তবে সেগুলোও চোরেরা নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে ছিলো বলে জানান তিনি।
গাভী চুরি যাওয়ায় তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘মাত্র ১ মাস আগে গাভীটি বাছুর দিয়েছে। বাছুরটি নিয়ে এখন কি করব জানি না।’
এ ব্যাপারে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইরুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এবি/আরডি