নিজস্ব প্রতিবেদক :
কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ বলেন, সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা কৃষকদের দোর গোড়ায় পৌঁঁছে দেওয়ার জন্য বাংলাদেশ কৃষকলীগের জন্ম হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধর্স্ত এ দেশে কৃষকদের নিয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন। জাতির জনকের এ স্বপ্ন বাস্তবায়নে কৃষকদের জন্য সরকারি সুবিধাদি সঠিক বাস্তবায়ন হয় সে ব্যাপারে লক্ষ্য রাখার আহবান জানান তিনি।
শনিবার (২২ আগস্ট) সকালে পৌর সদরের গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বোয়ালখালী উপজেলা কৃষক লীগের উদ্যোগে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও চারা বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য তিনি এ কথা বলেন।
এতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সাংসদ মোছলেম উদ্দীন আহমদ।
উপজেলা কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক অড্যাভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি, বিশেষ বক্তা ছিলেন রেজাউল করিম রেজা।
উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এস এম মহিউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা কৃষকলীগের সভাপতি আতিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক আতাউল করিম, উত্তর জেলা কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলাম, কৃষকলীগ নেতা মোয়াজ্জেম হোসেন বাদল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ইউপি চেয়ারম্যান এস এম জসিম, আবদুল মান্নান মোনাফ, শফিউল আজম শেফু, পৌরসভা আওয়ামীলীগ আহবায়ক জহুরুল ইসলাম জহুর, উপজেলা কৃষক লীগের যুগ্ন সম্পাদক মোজাম্মেল হক বকুল, পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস।