নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মানবিক সংগঠন আলোর শক্তি। গতকাল শুক্রবার বিকেলে মো. সাজ্জাদ হোসেন লিটনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গিয়াস উদ্দিন সোহেল।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মো. জিয়াউর রহমান সবুজ। এতে প্রধান বক্তা ছিলেন মো. শওকত হোসেন।
ইমরান হোসেন রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা মেম্বার রমা ভট্টাচার্য্য, মো. মনজুর হাসান, মইনুল ইসলাম কালু, জফুর আলম, আবদুল্লাহ আল মামুন, ইকবাল হোসেন, জসিম উদ্দিন, জামাল উদ্দিন প্রমুখ।
সভায় উপজেলার পিএসসি, জেএসসি ও এসএসসি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।