আলোকিত ডেস্ক: বোয়ালখালী আহলা দরবার শরীফের আধ্যাত্ব্য শরাফতের প্রতিষ্টাতা কুতুবুল ইরশাদ, কুতুবে জামান সৈয়দ জনাব কাজী আছাদ আলী ছাহেব কেবলার (কঃ)’র ২৯ বৈশাখ ১২মে (মঙ্গলবার) বার্ষিক ওরশ শরীফ সরকারী ঘোষনা অনুযায়ী করোনা ভাইরাসের সংক্রমণে দেশের সার্বিক পরিস্থিতি ও জনস্বার্থ বিবেচনায় ওরশের সকল কার্যক্রম স্থগিত।
তরিকতে মাওলা গ্রুপ বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি মোঃআনিসুর রহমান লিপন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ওরশ শরীফ উপলক্ষে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলসহ কর্মসূচী সীমিত আকারে তরিকতে মাওলা গ্রুপ বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ এর ব্যবস্থাপনায় দরবার পাক এ ঘরোয়া ভাবে অনুষ্ঠিত হবে।
গত পহেলা মে বা’দে এশা দূরত্ব বজায় রেখে দরবারে পাক এ তরিকতে মাওলা গ্রুপ বাংলাদেশ ও জিয়ারতে আউলিয়া কাফেলা কমিটির সম্মানিত কর্মকর্তা ও সদস্য গনের উপস্থিতিতে জরুরী সভায় উক্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত সকলের আলোচনা ও পরামর্শে সর্ব সম্মতিক্রমে ওরশ শরীফের সকল আনুষ্টানিকতা ও গনজমায়েত (মাইক, ঢোল বাজনাসহ আশেকানদের কাফেলা সহকারে আসা) স্থগিত ঘোষনা করা হয়।
সভায় আহল্লা দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত হযরত শাহসূফী এমদাদুল ইসলাম (ম.) সকলের পক্ষ থেকে আরো আহবান করেন যে, পবিত্র ওরশ শরীফ উপলক্ষে দরবার আশেকানদের মধ্যে যারা আর্থিক ভাবে সচ্ছল তারা যেন নিজ এলাকায় মধ্যবিত্ত ও গরীব দুঃস্থদের মাঝে ত্রাণ উপহার সামগ্রী বিতরণ করেন।
পরিশেষে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাস থেকে বিশ্ব মানব জাতি ও বাংলাদেশের সকল মানুষকে হেফাজত করার জন্য সকলকে বিশেষ দোয়া করার আহবান জানানো হয়।