নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে জনসচেতনতায় মাঠে নেমেছে স্কাউটস সদস্যরা।

সোমবার (২৩ মার্চ) বাংলাদেশ স্কাউটস বোয়ালখালী উপজেলার উদ্যোগে করোনা ভাইরাসের সচেতনতা মূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এসময় বাংলাদেশ স্কাউটস সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রচারিত ‘করোনা ভাইরাস ভয় না করে প্রতিরোধ করুন’ প্রচ্ছদ সম্বলিত দুই পাতার ছবিসহ পরামর্শমূলক লিফলেট বিতরণ করছে স্কাউটস সদস্যরা।

এ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা স্কাউটসের সহযোজিত সদস্য ও বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপ সম্পাদক মোহাম্মদ হোসাইন মাহমুদ, বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট লিডার মোঃ সাখাওয়াত হোসাইন, পিএস জাহেদুল ইসলাম, পিএস নাঈমা আক্তার, পিএস মামুন হাসান, স্কাউট মোঃ আনাস, স্কাউট শাহজিয়ার মাহফুজ ইফতি, স্কাউট তাহসিনুল হক, স্কাউট মোঃ ইফতেখারুল ইসলাম চৌধুরী, স্কাউট রিমেল বড়ুয়া প্রমূখ।

উপজেলা স্কাউটসের সহযোজিত সদস্য মোহাম্মদ হোসাইন মাহমুদ বলেন, চীনের উহান থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সারাবিশ্বে মহামারী ধারণ করেছে। এর কোনো প্রতিষেধক বা ঔষধ এখনো তৈরি হয়নি। ফলে করোনা ভাইরাসকে জনসচেতনতা ও শুদ্ধাচারই পারে প্রতিরোধ গড়তে।

তিনি বলেন, এ ব্যাপারে এলাকাবাসীকে সচেতন করার পাশাপাশি করণীয় সম্পর্কে অবহিত করতে বাংলাদেশ স্কাউটস বোয়ালখালী উপজেলার সদস্যরা কাজ করেছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here